হুগলির পোলবায় ক্রিকেট প্রতিযোগিতা

0
2

গত দুমাস ধরে চলা ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল রবিবার। পোলবা দাদপুর ব্লকের সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গটু ফুটবল মাঠে। সুগন্ধা অঞ্চল লিগ খেলার আয়োজন করা হয়। জেলার ও জেলার বাইরের ১৬টি দল এই ক্রিকেট প্রতিযোগিতায় খেলায় অংশগ্রহণ করেন। আজ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নারায়ণ পাড়া ও আমদাবাদ। নারায়ণ পাড়া টসে জিতে ব্যাট করতে নেমে চোদ্দ ওভারে ১৩৬ রান সংগ্রহ করে। পরে আমদাবাদ ব্যাট করতে নেমে ৬ উইকেটে সেই রান সংগ্রহ করে ফেলে। খেলায় জয় লাভ করে আমদাবাদ। খেলায় উপস্থিত ছিলেন, চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি টিয়া পাত্র, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল। এদিন বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক অসিত মজুমদার। টানটান উত্তেজনাপূর্ণ খেলা দেখতে মাঠে উপস্থিত ছিল বহু ক্রিকেটপ্রেমী দর্শক।

আরও পড়ুন- IPL: দিল্লি ক‍্যাপিটালসের কাছে ৪ উইকেটে হারল মুম্বই ইন্ডিয়ান্স