রামপুরহাটে একযোগে তৎপর CBI- BJP! যোগসূত্র স্পষ্ট: কুণাল ঘোষ

0
2

বগটুইকাণ্ডে সিবিআই-এর তদন্তের নির্দেশে ফের একবার সুর চরালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি (Kunal Ghosh) বলেন, “রামপুরহাটে যেভাবে সিবিআই – বিজেপি (CBI- BJP) একসঙ্গে তৎপরতা দেখাচ্ছে তাতে স্পষ্ট কোথাও না কোথাও একসূত্রে গাঁথা। বৃহত্তর ষড়যন্ত্রকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের নেতাকে ধরা হচ্ছে, বিজেপি নেতাদের আড়াল করা হচ্ছে, একটা নির্দিষ্ট প্রোপাগান্ডা অনুযায়ী চলছে তাহলে আমরা করা আন্দোলনে নামব।”

কুণাল (Kunal Ghosh) আরও বলেন,“আদালত সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়েছেন। এটাই স্বাভাবিক। রাজ্য প্রশাসন সাহায্য করছে। কিন্তু সিঙ্গুরের তাপসি মালিক, নেতাই এর মত ঘটনায় মানুষ বিচার পায়নি।”

আরও পড়ুন-প্রাক মুসলিম যুগকেই প্রচারের আলোয় আনতে চাইছে বিজেপি, সংসদে সরব তৃণমূল

তারপরই তিনি কড়া ভাষায় বলেন, “যদি দেখি বিজেপিকে (BJP) আড়াল করার চেষ্টা হচ্ছে। তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার চেষ্টা হচ্ছে, তাহলে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব। আমরা দেখেছি, রামপুরহাটে যে ঘটনা ঘটেছে বা অন্যান্য যে ঘটনা ঘটেছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। কিন্তু বাম আমলে এত ঘটনা ঘটেছে, কোন সময় তৎকালীন মুখ্যমন্ত্রী গিয়েছেন? সেটা তাঁরা তুলে ধরুক।”