সুইস ওপেনের (Swiss Open) সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু ( Pv Sindhu) এবং এইচ এস প্রণয় (HS Pronay)। এদিন সিন্ধু হারান কানাডার মিশেল লি-কে। ম্যাচের ফলাফল ২১-১০, ২১-১৯। সেমিফাইনালে সিন্ধু প্রতিপক্ষ সুপানিদা কাটেথং।

এদিকে সিন্ধুর মতনই সেমিফাইনালে পৌঁছলেন এইচ এস প্রণয়। প্রণয় হারিয়েছেন পারুপল্লি কাশ্যপকে। ম্যাচের ফল ২১-১৬, ২১-১৬। শেষ চারে প্রণয় লড়বেন ইন্দোনেশিয়ার অ্যান্থনি সিনিসুকার বিরুদ্ধে। এদিকে দ্বিতীয় রাউন্ডেই দৌড় থেমে গেল ভারতের আরেক শাটলার সাইনা নেহওয়ালের। তিনি হারলেন তাঁর চেয়েও ক্রমপর্যায়ে পিছিয়ে থাকা কিসোনা সেলভাদুরাইয়ের কাছে।
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস












































































































































