আইলিগে (I-League)এগিয়ে থেকেও গোকুলাম কেরালা এফসির (Gokulam Kerala fc) সঙ্গে ১-১ গোলে ড্র করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)। সাদা-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি করেন রুদোভিচ।

এদিন মহামেডানকে টপকে লিগ শীর্ষে ওঠার লড়াই ছিল গোকুলামের। কিন্তু দু’দলের উজ্জীবিত ফুটবলে ৯০ মিনিটের লড়াই শেষে ম্যাচ অমীমাংসিত থাকল। খেলার ২৭ মিনিটেই এগিয়ে যায় মহামেডান। মার্কাস জোশেফের পাস থেকে গোল করেন রুদোভিচ। শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি সাদা-কালো ব্রিগেড। দ্বিতীয়ার্ধে গোল শোধ করে দেয় গোকুলাম। ম্যাচের ৭৫ মিনিটে লুকার গোলে সমতা ফেরায় কেরলের দলটি। অনেক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মহামেডান ফুটবলাররা। ফয়সল ফাঁকা গোলে বল রাখতে পারেননি। জয় হাতছাড়া করলেও ড্র করে সাত ম্যাচ পর ১৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই মহামেডান।
আরও পড়ুন:KKR: সিএসকের বিরুদ্ধে ওপেনিংয়ে বেঙ্কটেশ আইয়ারের সঙ্গী কে? কী বললেন নাইট কোচ ম্যাককালাম?












































































































































