আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল ( Ipl)। ইতিমধ্যেই প্রস্তুতিতে ব্যাস্ত প্রতিটি দল। ২৭ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের (RCB) মুখোমুখি পাঞ্জাব কিংস (Punjab Kings)। সেই ম্যাচের আগে আরসিবির জন্য বড় বার্তা দিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। আইপিএলের আগে আরসিবির অন্যতম চিন্তা হল ব্যাটিং লাইন-আপ। বিশেষত, কোথায় ব্যাটিং করতে পারেন বিরাট কোহলি, সেই নিয়েও উঠছে প্রশ্ন। আর এবার সেই প্রশ্ন নিয়ে মুখ খুললেন শাস্ত্রী।

এদিন এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন কোচ শাস্ত্রী বলেন,” কোহলি কোথায় ব্যাট করবে তা দলের ভারসাম্যের উপরেই নির্ভর করছে। জানি না ওদের মাঝের সারির ব্যাটার কারা। কিন্তু যদি সেটা শক্তিশালী হয়, তা হলে বিরাটের ওপেন করাই উচিত।”
আরও পড়ুন:CSK: এটাই কি ধোনির শেষ আইপিএল? কী বললেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন?












































































































































