নাবালিকাকে অপহরণ করে বিক্রির চেষ্টা, বিহার থেকে উদ্ধার ছাত্রী

0
2

দশম  শ্রেণির এক  ছাত্রীকে অপহরণ করে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিল চার যুবক। তবে  পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়ে যায় চার যুবক। বিহারের কাটিহারের আমদাবাদ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে নাবালিকাকেও। অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার সদলিচক এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে দশম শ্রেণির  ওই ছাত্রীটিকে রাস্তা থেকে অপহরণ করে চারজন যুবক। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বিহারের কাটিহারের আমদাবাদ এলাকায়। ওই ছাত্রীকে বিক্রির উদ্দেশ্যেই বিহারে নিয়ে যাওয়া হয়েছিল বলে জেরায় স্বীকার করে নিয়েছে চারজন। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নাবালিকাকে উদ্ধার এবং ধৃতদের গ্রেফতারের জন্য বিহারের  উদ্দেশ্যে রওনা দেন  হরিশ্চন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর গিয়াসউদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিস বাহিনী এবং সিভিক ভলেন্টিয়াররা। বিহারের কাটিহার জেলার আমদাবাদ এলাকা থেকে অভিযুক্তদের পাকড়াও করে পুলিশ। ধৃতদের নাম আকবর আলি, গুলজার, চিরণ পাশওয়ান এবং মনোজ দাস।