- রামপুরহাট অগ্নিকাণ্ডের ঘটনায় বগটুই গ্রামে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিহতদের পরিবারের সমস্ত দাবি নিজে দাঁড়িয়ে শুনলেন।
- স্বাস্থ্য পরীক্ষার জন্য চারদিন বন্ধ থাকছে গড়িয়াহাট উড়ালপুল। শুক্রবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে গড়িয়াহাট উড়ালপুল। ভারবহন ক্ষমতা পরীক্ষা করবে হুগলি রিভার ব্রিজ কমিশন।
- তিলজলা গুলিকাণ্ডে এবার বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত জিবোধ রাই-সহ তিনজন। হোলির সকালে তিলজলায় হনুমান মন্দিরের কাছে গুলি চালানোর অভিযোগ ওঠে জিবোধ ও তার ভাইদের বিরুদ্ধে।
- চারদিনে ৩ বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম।
- রামপুরহাট অগ্নিকাণ্ডে তদন্ত করছে বিশেষ তদন্তকারী দল (সিট)। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকেও গ্রেফতার পুলিশের।
রামপুরহাট অগ্নিকাণ্ডের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগ এলে সাসপেন্ডেড বেশ কয়েকজন পুলিশ আধিকারিক। - বৃহস্পতিবার রামপুরহাট অগ্নিকাণ্ডের শুনানি শেষ হয়েছে কলকাতা হাইকোর্টে। আজ ওই মামলায় রায় দিতে পারে আদালত। বেলা সাড়ে ১০টা নাগাদ রায় ঘোষণা হতে পারে।
- শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় বার শপথ নেবেন যোগী আদিত্যনাথ। বিকেল ৪টে নাগাদ লখনউয়ে ওই শপথ অনুষ্ঠানটি রয়েছে।
- শুক্রবার বেলা ১১টা থেকে সংসদের অধিবেশন শুরু হবে। ওই একই সময়ে রয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন।
- ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ফের নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো-র সভায় ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ তুলেছেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.













































































































































