CSK: সিএসকের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি, নতুন নেতা রবীন্দ্র জাদেজা

0
4

চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। সিএসকে দলের নতুন নেতা হলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বৃহস্পতিবার এমনটাই জানান হল চেন্নাই কতৃপক্ষের তরফ থেকে।

হাতে আর মাত্র একটা দিন। তারপরই শুরু আইপিএল (IPL)। আইপিএলের প্রথম ম‍্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি চেন্নাই সুপার কিংস। তার আগেই বড় ঘোষণা চেন্নাইয়ের পক্ষ থেকে। সিএসকের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন এমএস ধোনি। দলের নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজা। এমনটাই জানান হয় সিএসকের তরফ থেকে। ২০০৮ শুরু হয় আইপিএল। প্রথম বছর থেকেই চেন্নাইয়ের অধিনায়ক হন ধোনি। মাঝে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার কারণে দু’বছর আইপিএলে খেলতে পারেনি চেন্নাই। সেই সময় পুণে সুপার জায়ান্টে খেলেছিলেন ধোনি। চেন্নাই সুপার কিংস আইপিএলে ফেরার পরে ফের তাঁকে অধিনায়ক করা হয়। প্রত্যাবর্তনের পরে দু’বার আইপিএল জিতেছে চেন্নাই। গতবারও চ‍্যাম্পিয়ন হয় তারা। ফাইনালে হারায় কলকাতা নাইট রাইডার্সকে।

আরও পড়ুন:India Team: বাহরিনের বিরুদ্ধে হারলেও দলের খেলায় খুশি স্টিমাচ