রামপুরহাটের তৃণমূল উপ-প্রধানের বোমা মেরে খুনের পর ফের টার্গেট নদিয়ায় তৃণমূল নেতা। ইতিমধ্যে রামপুরহাট অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। এরইমধ্যে নদিয়ার হাঁসখালিতে আবারও গুলিবিদ্ধ তৃণমূল নেতা। তাঁর বাড়ির সামনেই তাঁকে লক্ষ্য করে মাথায় গুলি করে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল নেতাকে কলকাতার NRS মেডিক্যালে । গোটা ঘটনাকে ঘিরে নদিয়ায় শুরু হয়েছে উত্তেজনা। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
আরও পড়ুন:Abhisekh Chatterjee :প্রয়াত জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়
জানা গিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম সহদেব মণ্ডল। তাঁর স্ত্রী অনিমা মণ্ডল স্থানীয় বগুলা ২ নম্বর পঞ্চায়েতে সদস্যা। এদিন রাত আটটায় হাঁসখালি বাজার থেকে বাড়ি ফিরছিলেন সহদেব।ঠিক তখনই পেছন থেকে বাইকে করে এসে তাঁকে লক্ষ্য দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা।তারপরই তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
সহদেব মণ্ডলকে প্রথমে স্থানীয় বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। এরপর জেএনএমে পাঠানো হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় শেষপর্যন্ত তাঁকে কলকাতার NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কেন সহদেবকে লক্ষ্য করে শুটআউট করা হল তা খতিয়ে দেখছে পুলিশ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.