চলতি মাসেই উঠে যাচ্ছে কোভিড বিধি! থাকছে মাস্ক

0
2

দেশে ক্রমশ কমছে করোনা আক্রান্তের সংখ্যা। বলা যায় করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলিয়ে ওঠার পর থেকেই দেশে নিম্নমুখী সংক্রমণ। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে সমস্ত করোনাবিধি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দুই বছর পর আগামী ৩১ মার্চ থেকেই করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। নৈশ কার্ফু বা কন্টেনমেন্ট জোনের মতো নানা বিধিনিষেধ তুলে নেওয়া হলেও, মাস্ক পরা ও সামাজিক দূরত্ববিধি মেনে চলার নিয়ম এখনও জারি থাকবে।

উল্লেখ্য, আজ থেকে ঠিক দু বছর আগে ২০২০ সালের ২৪ মার্চ দেশে যখন করোনার বাড়বাড়ন্ত ঠিক তখনই দেশজুড়ে ঘোষণা করা হয়েছিল লকডাউন এবং ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় এনে ঘোষণা করা হয়েছিল একাধিক করোনা বিধি। এরপর দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় একে একে অনেক করোনা বিধিই শিথিল করা হয়েছিল। কিন্তু তারপরেও বেশ কিছু বিধিনিষেধ বহাল ছিল দেশজুড়ে। কিন্তু আগামী ৩১ মার্চের পর থেকে দেশের কোনও রাজ্য কিংবা কেন্দ্র শাসিত অঞ্চলেই আর কোনও করোনা বিধিনিষেধ থাকবে না।

আরও পড়ুন:visva bharati : পড়ুয়ারা পরীক্ষা দিতে না পারলে দায় বিশ্বভারতীর, কড়া সিদ্ধান্ত কোর্টের

তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই মাথাচাড়া দিয়েছে বেশ কিছু প্রশ্ন। এর মধ্যে অন্যতম হল আমাদের দেশের বর্তমান করোনা পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে থাকলেও বিশ্বের একাধিক দেশে নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনার আতঙ্ক। ইতিমধ্যেই চিন, দক্ষিণ কোরিয়ার মতো একাধিক দেশেই প্রতিদিন হাজার হাজার মানুষ নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চিনে ফের শুরু হয়েছে লকডাউন আর এই অবস্থায় দেশ থেকে সমস্ত করোনা বিধিনিষেধ সরিয়ে ফেলা আদৌ ঠিক হবে কিনা তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।