সোনাগাছির যৌনকর্মীদের ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ ছবিটি দেখানোর উদ্যোগ নেওয়া হল। সৌজন্যে আর্ট অফ লিভিং-এর উড়ান (The Art Of Living Project Udaan)। উড়ান-এর সঙ্গে যুক্ত কর্মীরা নিজেরাই এই ব্যাপারটির তদারকি করছেন। জানা গিয়েছে প্রায় ১০০ জন যৌনকর্মীকে ছবিটি বিনামূল্যে দেখানো হবে। আর্ট অফ লিভিং-এর প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী রবিশংকর এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
উড়ান-এর প্রত্যেক কর্মীকে তিনি অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনদের জন্যেও প্রতিনিয়ত নানা সেবামূলক কাজ করে চলেছে উড়ান। সমাজের কল্যাণে উড়ান-এর এই ভাবনা, এই পরিকল্পনা এবং উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শ্রী শ্রী রবিশংকর উড়ান-এর সদস্যদের এই ঐকান্তিক প্রচেষ্টা এবং অভিনব বিষয়ভাবনার জন্য অভিনন্দনও জানিয়েছেন।