বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে গেলেও উত্তরাখণ্ডের(Uttarakhand) মুখ্যমন্ত্রী হিসেবে পুষ্কর সিং ধামিকেই(Pushkar Singh Dhami) বেছে নিল বিজেপি(BJP)। সোমবার উত্তরাখণ্ডের বিজেপির পর্যবেক্ষক তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath singh) এবং উপপর্যবেক্ষক মীনাক্ষী লেখির উপস্থিতিতে বিধায়ক দলের বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিসেবে পুষ্করের নামেই সিলমোহর দেওয়া হয়।
এদিন মুখ্যমন্ত্রী হিসেবে ধামির নাম ঘোষণার পাশাপাশি রাজনাথ সিং বলেন, মাত্র ছয় মাসের মেয়াদের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন পুষ্কর সিং ধামি। আর এই ছয় মাসে তিনি যথেষ্ট ভাল কাজ করেছেন। আশা করবো এখন আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সমস্ত দিকে উন্নয়ন যজ্ঞ চালিয়ে যাবেন তিনি। প্রসঙ্গত, উত্তরাখণ্ডে বিজেপির যখন কার্যত বেহাল অবস্থা ঠিক সেই সময়ে বিজেপির হাল ধরেছিলেন পুষ্কর। তাঁর নেতৃত্বেই নিশ্চিত হারের মুখ থেকে ক্ষমতায় ফিরে আসে বিজেপি। দলের এহেন উন্নতির জন্য পুষ্করকে পুরস্কার দিল বিজেপি।
আরও পড়ুন:১২ বছর বিরতির পর ‘মুজিব- দ্য মেকিং অব নেশন’ নিয়ে ফিরছেন শ্যাম বেনেগাল
উল্লেখ্য, পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান। বিজেপির ধামিকে পরাজিত করেন কংগ্রেসের ভুবন কাপরি। প্রায় পাঁচ হাজার ভোটে তাকে পরাজিত করেন কাপরি। মুখ্যমন্ত্রী মুখ সত্বেও নিজের কেন্দ্রে লজ্জাজনক হারের পরও তাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিল উত্তরাখণ্ড বিজেপি।