তিলজলা গুলি-কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্তের ভাই-মা-দিদি

0
2

(পুরোনো অশান্তির জেরে শনিবার দোলের দিন সাতসকালে তিলজলায় রাজু রায় নামের এক যুবককে গুলি করে করে জীবোধ রাই এবং তার ভাইয়েরা)

তিলজলায় গুলি-কাণ্ডের চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেফতার মূল অভিযুক্ত জীবোধ রাইয়ের ভাই-সহ তিন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, আজ রবিবার সকালে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া থেকে গ্রেফতার করে মূল অভিযুক্ত জীবোধের ভাই বিরোধ রাইকে। পাশাপাশি, তার মা ফুলনদেবী ও দিদি লীলাবতীকেও গ্রেফতার করে পুলিশ। যদিও এখনও মূল অভিযুক্ত জীবোধ রাইয়ের হদিশ পায়নি পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লালবাজার গুন্ডা দমন শাখা এবং তিলজলা থানার পক্ষ থেকে। জেরার সূত্র ধরেই জীবোধের নাগাল পেতে চাইছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, পুরোনো অশান্তির জেরে শনিবার দোলের দিন সাতসকালে তিলজলায় রাজু রায় নামের এক যুবককে গুলি করে করে জীবোধ রাই এবং তার ভাইয়েরা। অভিযোগ, সকালে বাজার করে ফেরার সময় রাজুর পথ আটকায় জীবোধ রাই ও তার ভাইয়েরা। কথা কাটাকাটি থেকে শুরু হয় তুমুল বচসা। রাজুর বাবা ডাবলু রায় পরিস্থিতি সামাল দিতে এলে প্রথমে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারা হয়। এরপর তিন রাউন্ড গুলি চলে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাজ্য। এরপর রাজু ও তাঁর বাবাকে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করেন। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।