আমি মানুষের কাছে মাথা নত করব, ক্ষমতায় থাকা মানুষের কাছে মাথা নোয়াব না: অভিষেক
মাথা নত করব না, লড়াইয়ের শেষ দেখে ছাড়ব। দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, “আমি মানুষের ক্ষমতার কাছে মাথা নত করতে রাজি কিন্তু ক্ষমতায় থাকা মানুষের কাছে মাথা নত করব না।” অভিষেক জানান, চারদিন আগে তাঁর চোখে অস্ত্রপচার হয়েছে। তাঁকে রেস্টে থাকতে বলা হয়েছিল। কিন্তু তাও তিনি যাচ্ছেন। দৃপ্ত কণ্ঠে জানিয়ে দেন সোমবার মাথা উচুঁ করেই ইডির দফতরে যাবেন। সব প্রশ্নের উত্তর আগেও দিয়েছেন, আবার দেবেন। যারা রাজনৈতিক ক্ষমতার জোরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগায় তাদের কাছে মাথা নত করবেন না।
বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, দিল্লি হাইকোর্টে তিনি জানিয়ে ছিলেন, কলকাতার ইডির (ED) দফতরে হাজিরা দিতে তিনি প্রস্তুত। যতবার ডাকবে, তিনি যাবেন। কিন্তু গত বছর আগস্ট মাস থেকে সেই শুনানি ঝুলিয়ে রাখা হল বলে অভিযোগ অভিষেকের। এবছর পাঁচ রাজ্যের নির্বাচনের ফল প্রকাশের পর আমার আবেদন খারিজ করে জানানো হল দিল্লিতে (Delhi) ইডির দফতরে যেতে হবে। এটাই যদি করার ছিল তাহলে এতদিন ধরে ঝুলিয়ে রাখলেন কেন? তোপ দাগেন অভিষেক।

এদিন অভিষেক তীব্র কটাক্ষ করে বলেন, “আসলে বিজেপিকে আমরা বাংলায় গোহারা হারিয়েছি। ল্যাজেগোবরে করেছি। তাই ওদের গায়ে জ্বালা লাগছে। ওরা চায় আমরা মেরুদণ্ড বিকিয়ে দিই। কিন্ত আমরা তা করব না। যত রক্ত দিতে হয় দেব। যতদূর যেতে হয় যাব। এ লড়াই চলবে। মেরুদণ্ড বিকিয়ে দেব না। আমি মাথা উচুঁ করেই ইডির দফতরে যাব।” তাঁর অভিযোগ, “যাঁদের টাকা নিতে দেখা গিয়েছে। যাঁদের বিরুদ্ধে সুদীপ্ত সেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। আজ তাঁরা বিজেপির বড় নেতা। কেউ অসমের মুখ্যমন্ত্রী, কেউ এখানকার বিরোধী দলনেতা। তাঁদের সিবিআই, ইডি ডাকে না।” নাম না করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন অভিষেক।












































































































































