Glenn Maxwell: দীর্ঘদিনের বান্ধবী বিনি রমনকে বিয়ে করলেন গ্লেন ম‍্যাক্সওয়েল

0
2

বিয়ে করলেন অস্ট্রেলিয়ার ( Australia) তারকা অলরাউন্ডার গ্লেন ম‍্যাক্সওয়েল (Glenn Maxwell)। দীর্ঘদিনের বান্ধবী বিনি রমনকে বিয়ে করলেন তিনি। পরিবারের লোকদের নিয়ে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন জীবনে পা রাখলেন অজি এই ক্রিকেটার।

বিয়ের খবর এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় দেন নবদম্পতি। বিয়ের আংটি পরা ছবি দেন তাঁরা। সেখানে বিনি লেখেন, ‘ভালবাসা মানে পূর্ণতাকে খোঁজা। আর তোমার সঙ্গে নিজেকে পূর্ণ বলে মনে হয়।”

২০১৯ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রথম সাক্ষাৎ হয় দু’জনের। অল্প দিনের মধ্যেই শুরু হয় তাঁদের প্রেমের সম্পর্ক। বিনির জন্ম তামিল পরিবারে। বর্তমানে মেলবোর্নের বাসিন্দা বিনি পেশায় একজন ফার্মাসিস্ট। ২০২০ সালে ম্যাক্সওয়েল বিনির সঙ্গে নিজের বাগদানের খবর জানান।

আরও পড়ুন:Lucknow Super Giants : প্রকাশ‍্যে এল লখনউ সুপার জায়েন্টসের জার্সি