- নরওয়েতে ভেঙে পড়ল ন্যাটোর সেনা মহড়ায় অংশ নেওয়া মার্কিন সেনাবাহিনীর এক বিমান। দুর্ঘটনায় জেরে মৃত্যু হয়েছে ৪ মার্কিন সেনার। শুক্রবার রাতে উত্তর নরওয়ের বোডোর দক্ষিণে বিমানটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। অবশেষে মার্কিন সেনাবাহিনীর তরফের স্বীকার করে নেওয়া হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনার কথা।
উল্লেখ্য, ন্যাটোর সদস্য দেশগুলি ৩০ হাজার সেনা কোল্ড রেসপন্স সামরিক মহড়ায় অংশ নিয়েছে। সেখানেই যোগ দিয়েছিল মার্কিন সেনাবাহিনীর এই বিমানটি। সেটিই শুক্রবার দুর্ঘটনার কবলে পড়ে। মার্কিন সেনার তরফে জানানো হয়েছে যে বিমান দূর্ঘটনার কবলে পড়ে সেটি হল MV-22B Osprey। শুক্রবার বিমান নিখোঁজ হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর তল্লাশি অভিযানে নেমেছিল মার্কিন সেনা। অবশেষে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয় এদিন।
আরও পড়ুন:ভারত-বাংলাদেশ সীমান্তে চিনা ড্রোন! কারণ নিয়ে ধোঁয়াশা
এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর শনিবার শোক প্রকাশ করেছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর। টুইটারে তিনি লেখেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, গতকাল রাতে এক বিমান দুর্ঘটনায় মার্কিন সেনাবাহিনীর ৪ জন সেনা নিহত হয়েছেন।”