২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২২ ( IPL 2022)। তারই প্রস্তুতি ব্যস্ত প্রতিটি দল। ২০২২ আইপিএল হতে চলেছে দশ দলের। নতুন দল হিসাবে যোগ দিয়েছে লখনৌ সুপারজায়েন্টস এবং গুজরাত টাইটান্স। গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ২৮ তারিখ লখনৌ সুপারজায়েন্টসের বিরুদ্ধে খেলতে নামবে গুজরাত টাইটান্স। তার আগে এক বিশেষ বার্তা দিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

এদিন এক সাক্ষাৎকারে হার্দিক বলেন,” দল নিয়ে আমি খুশি। গুজরাত একটা নতুন দল এবং সত্যি বলতে, কিছু প্রমাণ করার জন্য আমরা খেলতে নামব না। ভাল ক্রিকেট খেলাই আমাদের প্রধান লক্ষ্য। দলের অন্দরে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যাতে প্রত্যেকে নিজের ক্ষমতা অনুযায়ী সেরাটা দিতে পারে। কারও থেকে আলাদা করে কোনও প্রত্যাশা নেই। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রতি দিন যেন উন্নতি করতে পারি। সেই দিকে আমাদের নজর দেব।”
এরপাশাপাশি নিজের প্রস্তুতি কেমন চলছে সে ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন হার্দিক। তিনি বলেন, “পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটালাম। কঠোর পরিশ্রম তো চলছেই। নিজেকে ভাল ভাবে প্রস্তুত করার চেষ্টা করছি।”
আরও পড়ুন:Mithali Raj: ফের রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক মিতালি রাজ












































































































































