করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা ক্রমশ বেড়ে উঠেছে বিশ্বে। ভারতের মাটিতে তা আছড়ে পড়ার আগে আগাম সতর্কতা নিল কেন্দ্রীয় সরকার। চতুর্থ ঢেউ যাতে দেশে বিপদের কারণ হয়ে না ওঠে তার জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পাঁচ দফা কৌশলে’ পদক্ষেপ নেওয়া পরামর্শ দেওয়া হল।

কেন্দ্রের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ যে পাঁচ দফা পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে পরামর্শ দিয়েছেন তা হল পরীক্ষা-চিহ্নিতকরণ-চিকিত্সা-টিকাকরণ ও কোভিড-বিধি মেনে চলা। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, সেন্টিনেল সাইটগুলির মাধ্যমে INSACOG নেটওয়ার্কে পর্যাপ্ত সংখ্যায় নমুনা জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা দরকার রাজ্যগুলির। কেন্দ্রের স্বাস্থ্য সচিব আরও বলেছেন, সংক্রমণের নতুন ক্লাস্টার থাকলে সেগুলির তদারকির মাধ্যমে কার্যকরী নজরদারি, নিয়ম অনুযায়ী পরীক্ষা ও আইএলআই ও সারি কেসের পর্যবেক্ষণ ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে, যাতে আগাম কোনও সতর্কতার সঙ্কেত নজর না এড়িয়ে যায় এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়।
আরও পড়ুন:বিমানবন্দরে আইপিএসকে স্যুটকেস খোলার নির্দেশ রক্ষির, তারপর যা বেরিয়ে এলো
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন যারা টিকা নেওয়ার যোগ্য, কিন্তু এখনও টিকা নেননি, তাঁদের টিকাকরণের জন্য উত্সাহিত করার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে রাজ্যগুলিকে। তিনি বলেছেন, সচেতনতা বাড়াতে এবং মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা ও হাত ও শ্বাসপ্রশ্বাসজনিত স্বাস্থ্যবিধি মেনে চলার মতো কোভিড বিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে হবে রাজ্য সরকারগুলিকে।














































































































































