বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপই পরিণত হবে ঘূর্ণিঝড়ে।যার নাম দেওয়া হয়েছে অশনি। আবহাওয়া দফতরের পূর্বাভাস,দোলের পরদিনই এই ঘূর্ণিঝড় সুস্পষ্ট চেহারা নেবে। আর তা আছড়ে পড়বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তার পর তা অগ্রসর হবে বাংলাদেশ ও মায়ানমারের ভূখণ্ডের দিকে। ইতিমধ্যেই বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন:খোল দ্বার, খোল লাগল যে দোল…
ঘূর্ণিঝড় অশনি-র নামকরণ করেছে শ্রীলঙ্কা। অশনির জেরে আন্দামান ও নিকোবরে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রবল বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে এই এলাকায়। রবিবার বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সোমবার তা আরও বাড়তে পারে।
তবে অশনির প্রভাব কতটা পড়বে বাংলায়? আবহাওয়াবিদদের মতে চৈত্রের শুরুতে হাঁসফাঁসানি গরমে তাপমাত্রার উত্থান-পতন ছাড়া কোনও পূর্বাভাস নেই বৃষ্টির। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় অস্বস্তি বাড়বে। অর্থ্যাৎ বঙ্গে অশনির কোনও প্রভাবই তেমন পড়বে না বলেই পূর্বাভাস।