বিএসএফের বন্দুক ছিনিয়ে নিতে গিয়ে গুলিবিদ্ধ এক বাংলাদেশি, জখম আরো এক

0
2

বিএসএফের থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক  বাংলাদেশির। আহত হয়েছেন আরও একজন।  বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সীমান্তে মাথাভাঙ্গার তেতুলেরছড়া এলাকা এই ঘটনাটি ঘটেছে ৷ অভিযোগ এদিন সকালে সীমান্তে চারজন বাংলাদেশি এসেছিলেন। তাদের গরু পাচারকারী বলে সন্দেহ হয় বিএসএফের। ৷ তাদের বাধা দিলে বিএসএফে-র সঙ্গে শুরু হয় বচসা। সেইসময় এক অভিযুক্ত বিএসএফের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তখন বিএসএফ তার পায়ের দিকে তাক করে গুলি চালায়৷ গুলিবিদ্ধ হয়ে মারা যান এক বাংলাদেশি ৷ অভিযুক্তের নাম জুমান বাবু৷ অভিযুক্ত বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা ৷ অপর একজন রেজাউল করিম বিএসএফ এর মারধরে আহত হয়েছেন। তাকে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে৷ বাকি আরও দু’জন বাংলাদেশের দিকে পালিয়ে যায় বলে অভিযোগ৷ সকলেই বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা৷