ইটভাটার ক্ষতিকারক গ্যাস নষ্ট করে দিচ্ছে আমের মুকুল। মুকুল আসার সময় ইটভাটার ধোঁয়ার কারণে ফুল না ফুটে ঝড়ে যাচ্ছে। কিছু মুকুলে গুটি এলেও ইটভাটার ক্ষতিকারক গ্যাস আমের ক্ষতি করবে এমনটাই আশঙ্কা চাষিদের। জেলার প্রতিটি ব্লকেই আম বাগানের মধ্যে একের পর এক ইটভাটা তৈরি হলেও প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ জেলার আম চাষিদের। কিছু ইটভাটা সরকারি আইন মেনে তৈরি হলেও আম বাগানের ভিতরে তৈরি হওয়া অধিকাংশ ইটভাটাই বেআইনি বলে দাবি জেলার আম চাষিদের। এই মরশুমে ইট পোড়ানো হয়। আবার এই সময়তেই আমবাগান গুলিতে মুকুল ফুটতে শুরু করে। মালদহ জেলার ইংরেজবাজার, কালিয়াচক, মানিকচক, রতুয়া ও পুরাতন মালদা সহ প্রায় প্রতিটি ব্লকেই আম বাগানের মধ্যে বহু সংখ্যক ইটভাটা তৈরি হচ্ছে। কিছু ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে বাগান থেকে কিছুটা দূরে ইটভাটা তৈরি করা হয়েছে। তবে গ্রামীণ এলাকায় অধিকাংশ মানুষ এখনো নিজেদের উদ্যোগেই ছোট ছোট ইটভাটা তৈরি করে থাকেন। ইটভাটার অধিকাংশ তৈরি হচ্ছে আম বাগানের মধ্যে। কাঁচা ইট একত্রিত করে আগুন দিয়ে দিচ্ছেন। ১০ থেকে ১৫ দিন ধরে জ্বলতে থাকে ভাটার আগুন। নিয়মিত আগুনের ধোঁয়া থেকে বের হচ্ছে ক্ষতিকারক বিভিন্ন গ্যাস। সেই গ্যাস গুলি বাগানের মধ্যে ছড়িয়ে মুকুলের ক্ষতি করছে। এ বছর জেলায় আমের মুকুল ভাল এসেছে। কিন্তু ইটভাটার ধোঁয়া র কারণে মুকুল থেকে গুটি হচ্ছে না। জেলার আম চাষিরা বলছেন, আবহাওয়া ভালো থাকায় বর্তমানে বাগানগুলোতে মুকুল ফুটতে শুরু করেছে। তবে ইটভাটার ধোয়ার জন্য মুকুল কালো কালো হয়ে ঝরে যাচ্ছে। মুকুল থেকে গুটি তৈরি হতে পারছে না তোমার জন্য। এমনটা হতে থাকলে জেলার আম চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখছেন আম চাষিরা।































































































































