লাইভ টিভিতে খবর পড়ার সময় ইউক্রেন- রুশ যুদ্ধের প্রতিবাদে প্লাকার্ড প্রদর্শন । আর তার জেরে ১০ দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল রাশিয়ান সাংবাদিক মেরিনা অভসিয়ানিকোভাকে। কারণ, রাশিয়ায় বর্তমানে এ ধরনের সংবাদ প্রকাশ ও সম্প্রচারকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে।

রাশিয়ার সরকারি টিভি চ্যানেলের সান্ধ্যকালীন সংবাদ পাঠের সময় যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড দেখান উপস্থাপিকা অভসিয়ানিকোভা। প্ল্যাকার্ডে লেখা ছিল “যুদ্ধ নয় । যুদ্ধ বন্ধ করো। মিথ্যে প্রচারে বিশ্বাস করবেন না। এখানে মিথ্যে বলা হয়।” জানা গিয়েছে, অভসিয়ানিকোভা রাশিয়ার নিউজ চ্যানেল ‘চ্যানেল ওয়ান’-এর সম্পাদক। যদিও রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যমগুলো এই খবরের সত্যতা স্বীকার করেনি। প্রতিবাদের খবরটি প্রকাশও করেনি। একটি বেসরকারি সংবাদমাধ্যম তাদের পত্রিকায় খবরটি প্রকাশ করলেও প্ল্যাকার্ডের লেখাগুলো অস্পষ্ট করে দেয়। এই প্রতিবাদ করার সাহস দেখানোর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ধন্যবাদ জানিয়েছেন তাঁকে।






























































































































