রাজ্যে ৩১ মার্চ পর্যন্ত বহাল কোভিডের বিধিনিষেধ, দোলের জন্য বিশেষ ছাড়

0
2

রাজ্যে নিয়ন্ত্রণে করোনা (Corona) সংক্রমণ। তবে, এখনও প্রয়োজন সচেতনতা। সেই কারণে জারি আছে কোভিডের বিধিনিষেধ। ৩১ মার্চ পর্যন্ত সেই বিধিনিষেধ বাড়ানো হল বলে নবান্নের (Nabanno) তরফে জানানো হয়েছে। তবে, ১৮ তারিখ দোলযাত্রা। তার আগের দিন হোলিকা দহন বা ন্যাড়াপোড়া। সেই কারণে ১৭ মার্চ রাত্রিকালীন বিধিনিষেধে ছাড় দিয়েছে নবান্ন। রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধে ছাড় থাকছে।

মঙ্গলবার, নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছে, বিপর্যয় মোকাবিলা আইনে রাজ্যে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বলবৎ থাকছে রাত্রিকালীন বিধিনিষেধ। শুধু ছাড় ১৭ মার্চ। এছাড়া মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। বিধি ভাঙলে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেবে পুলিশ (Police)।

আরও পড়ুন- ফের রাষ্ট্রসংঘে রাশিয়া ও ইউক্রেনের কাছে যুদ্ধ থামানোর আর্জি ভারতের