প্রয়াত ভারতের প্রাক্তন কবাডি খেলোয়াড় সন্দীপ নাঙ্গাল (Sandeep Nangal)। পাঞ্জাবের জলন্ধরে গুলিবিদ্ধ হয়ে প্রয়াত হন তিনি। মালিয়ান গ্রামে আয়োজিত কবাডি কাপের সময়ে কিছু দুষ্কৃতী গুলি চালান সন্দীপের উপর। জানা গিয়েছে, প্রায় ২০ রাউন্ড গুলি চলেছে সন্দীপের মাথায় ও বুকে।

ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশি। পুলিশ সূত্রে খবর, আট থেকে দশটি বুলেট গিয়েছে সন্দীপের শরীরে। টুর্নামেন্টের দর্শকরা ঘটনার পর পালাতে শুরু করে। এই মর্মান্তিক ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এক দশকেরও বেশি সময় ধরে কবাডি জগতে দাপটের সঙ্গে খেলেছেন সন্দীপ। পাঞ্জাব ছাড়াও কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে চুটিয়ে খেলেছেন সন্দীপ।
আরও পড়ুন:IPL: আইপিএল-এর নিয়মে আসতে পারে বদল, ডিআরএস, সুপার ওভারে বড় সিদ্ধান্ত নিতে পারে BCCI: সূত্র











































































































































