টলিউডের জনপ্রিয় অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)অসুস্থ। সোমবার তার অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন অভিনেতা কৌশিক সেন (Koushik Sen)। সুত্র বলছে বেশ কিছুদিন ধরেই কিডনিতে সমস্যা অনুভব করছিলেন ঋদ্ধি (Riddhi)। চিকিৎসকের পরামর্শ নিতেই জানা যায় কিডনিতে (kidney) পাথর(Stone) হয়েছে তার। এরপরই অস্ত্রোপচারের (operation) সিদ্ধান্ত।

উল্লেখ্য কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন তারকা পুত্র অভিনেতা ঋদ্ধি সেন(Riddhi Sen)। তারপর সেরে ওঠেন তিনি, কোভিড(Covid) পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই কাজে যোগ দেন।এর মাঝেই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন আবারও। বিশিষ্ট নাট্যকার অভিনেতা কৌশিক(Koushik Sen) জানান যে কয়েকদিন ধরেই ব্যথা অনুভব করছিল ঋদ্ধি। আচমকা ব্যথা বেড়ে যাওয়ায় তাঁর মা ঋদ্ধিকে বাইপাস সংলগ্ন প্রথম সারির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই পরীক্ষা করে জানা যায় কিডনিতে পাথর জমেছে । ঋদ্ধি জানাচ্ছেন আপাতত ব্যথা যন্ত্রণাতেই কাবু তিনি, এছাড়া বিশেষ কোনও সমস্যা নেই।



জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন কাজের ব্যস্ততায় সেভাবে শরীরের দিকে নজর দিয়ে উঠতে পারে না বলেই তার ঘনিষ্ঠমহল সূত্রে খবর। সম্ভবত কম জল খাওয়া থেকেই এই বিপত্তি বলেই মনে করছে সেন পরিবার। চিকিৎসকেরা জানিয়েছেন, সোমবার অপারেশন হবে। ভয়ের কিছু নেই, অস্ত্রোপচারের এক বা দেড় দিনের মাথায় ছেড়ে দেওয়া হবে অভিনেতাকে। তবে টানা দুদিন বিশ্রাম নিতে হবে ঋদ্ধিকে।তারপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি। সেক্ষেত্রে কর্মজগতে ফিরতেও কোনও সমস্যা হবে না।










































































































































