Accident:সাঁতরাগাছি উড়ালপুলে দুর্ঘটনার কবলে একসঙ্গে ৪টি গাড়ি, অল্পের জন্য রক্ষা গাড়ির চালকের

0
2

ভয়াবহ দুর্ঘটনার কবলে চারটি গাড়ি।শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সাঁতরাগাছি উড়ালপুলে। দুর্ঘটনার জেরে সাঁতরাগাছি উড়ালপুলে যান চলাচল দীর্ঘক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আরও পড়ুন:ট্যাংরায় চামড়ার গুদামে ভয়াবহ আগুন, আহত একাধিক, ফোন করে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধ্যায় একটি রিকভারি ভ্যান একটি ট্রেলারকে সাঁতরাগাছির দিক থেকে টেনে নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল। উড়ালপুল থেকে নামার পথে ওই রিকভারি ভ্যানটি উল্টে যায় এবং তার জেরেই এই দুর্ঘটনা। রিকভারি ভ্যানটি উল্টে গিয়ে দুটি যাত্রীবাহী গাড়ির উপর পড়ে। দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কপালজোরে বেঁচে যান গাড়ির ওই দুই গাড়ির চালক। দুর্ঘটনার পর রিকভারি ভ্যানটি গাড়ির উপর উল্টে যাবে বুঝতে পেরেই একটি গাড়ির চালক গাড়ি থেকে বেরিয়ে পড়েন। ব্রেক ডাউন ভ্যানটি ওই গাড়িটিকে ধাক্কা মারার পরই ওই গাড়ির পিছনে থাকা অপর একটি অ্যাপ নির্ভর গাড়িও নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পিছনে থাকা ট্রেলারে গিয়ে ধাক্কা মারে।যদিও দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয় উড়ালপুলে। পুলিশ ও রিকভারি ভ্যান এসে দুর্ঘটনার কবলে পড়া গাড়িগুলিকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়।