Narendra Modi : গুজরাটে গিয়ে মায়ের সঙ্গে দেখা করলেন , নৈশভোজ সারলেন প্রধানমন্ত্রী

0
2

বিধানসভা ভোটে চার রাজ্যে বিজেপি’র বিপুল জয়ের পর এবার নরেন্দ্র মোদির নজর গুজরাটে। সম্ভাবনা, চলতি বছরের ডিসেম্বরেই গুজরাটে বিধানসভা নির্বাচন হতে পারে। সেদিকে নজর রেখে নরেন্দ্র মোদি এখন গুজরাট সফরে ব্যস্ত। শুক্রবার সকালেই তিনি গুজরাটে চলে গিয়েছেন। দিনভর একাধিক বৈঠক এবং রাজনৈতির কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলেন মোদি । সব সেরে এদিন সন্ধ্যায় মায়ের কাছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মায়ের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ চাইলেন । দীর্ঘদিন পর মা -ছেলে একসঙ্গে বসে নৈশভোজে সারলেন।

বিজেপি সূত্রে জানানো হয়েছে শনিবারও প্রধানমন্ত্রী গুজরাটেই থাকবেন। সারাদিন ধরে নানা রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার কথা মোদির।