আগামীকাল বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট (2nd Test) ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। দিন রাতে টেস্ট এটি। এই ম্যাচে নামার আগে সর্তক ভারতীয় দল (India Team)। সেই কথাই শোনা গেল দলের সহ-অধিনায়ক যশপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) গলায়।

শুক্রবার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে যশপ্রীত বুমরাহ বলেন, “পেশাদার ক্রিকেটার হিসেবে যত দ্রুত সম্ভব আমাদের মানিয়ে নিতে হবে। ফিল্ডিংয়ের সময় গোলাপি বল দেখতে অন্য রকম লাগে। যে রকম ভাবছেন, তার থেকে অনেক আগে চলে আসে এই বল। দুপুর বেলার সেশনে বল বেশি হয়তো সুইং করবে না। কিন্তু বিকেল হলেই সুইং করবে। এই ছোটখাটো ব্যাপারগুলো নিয়েই আমরা আলোচনা করেছি। খুব বেশি গোলাপি বলের ম্যাচ আমরা খেলিনি। যা খেলেছি তার প্রত্যেকটিতে আলাদা পরিস্থিতি ছিল। তাই কতটা মানসিকতার বদল দরকার, সেটা আলাদা করে বলা সম্ভব নয়।”
দ্বিতীয় টেস্টে আগে দলে যোগ দিয়েছেন অক্ষর প্যাটেল। তিনি এই ম্যাচে তিনি নামবেন কিনা তা নিয়ে খোলসা করলেন না বুমরাহ। অক্ষর প্রসঙ্গে বুমরাহ বলেন,” পিচের পরিস্থিতি দেখে ঠিক করব কী কম্বিনেশন হওয়া উচিত। নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই মাঠে নামব। অক্ষর আগের সিরিজেও দলে ছিল। দলে ওর যথেষ্ট গুরুত্ব রয়েছে। বল-ব্যাট দুটোতেই দলে অবদান রাখে। তবে ভারসাম্য অনুযায়ী দলে জায়গা পাবে কিনা সেটা এখনও বলা সম্ভব নয়।”
আরও পড়ুন:Atk Mohunbagan: আইএসএলের ট্রফি জয়ই লক্ষ্য বাগান ব্রিগেডের












































































































































