করোনার (Corona)কারণে কড়া নিয়ম জারি করা হয়েছিল,তবে এবার শিথিল হচ্ছে বিধিনিষেধ । ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। তাই আগের মতই পরিষেবা দিতে চলেছে ভারতীয় রেল (Indian Railway)। ফের দূরপাল্লার ট্রেনে দেওয়া হবে বিছানা, চাদর এবং কম্বল। সম্প্রতি এমনই ঘোষণা করেছে ভারতীয় রেল (Indian Railway)। স্বভাবতই খুশির মেজাজ ভ্রমণপ্রেমী মানুষের মধ্যে।

করোনার(Corona) কারণে কোপ পড়েছিল রেলের চাকায়। বিধি নিষেধ আর নিয়মের ঘেরাটোপে আটকে পড়েছিল রেলগাড়ি। পরে ধাপে ধাপে স্বাভাবিকত্বের পথে হাঁটতে শুরু করে ভারতীয় রেল। বর্তমানে পুরনো নিয়মেই চলছে লোকাল ট্রেন, এমনকি দূরপাল্লার ট্রেনেও বাড়ছে ভিড়। কোভিড(Covid 19)কালে সংক্রমণের কথা মাথায় রেখে দূরপাল্লার ট্রেনে কম্বল,বিছানা, চাদর দেওয়া বন্ধ করা হয়েছিল। এবার যাত্রীদের স্বস্তি দিয়ে সুখবর ঘোষণা রেলের। বৃহস্পতিবার রেলের তরফ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয় যেখানে প্যানডেমিকের সময় জারি করা নিষেধাজ্ঞা(restrictions) তুলে নেওয়ার কথা বলা হয়েছে। রেলওয়ে বোর্ডের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতিতে ট্রেনের মধ্যে বিছানা এবং কম্বল প্রদানের ক্ষেত্রে যে নিয়ম কার্যকর করা হয়েছিল, বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে সেই নিষেধাজ্ঞা (restrictions) তুলে নেওয়া হচ্ছে। অর্থাৎ এখন থেকেই দূরপাল্লার ট্রেনে চাদর, বিছানা এবং কম্বল আগেরমতন সবই পাবেন যাত্রীরা। রেলের(Rail) তরফে জানানো হয়েছে,বৃহস্পতিবার থেকেই নির্দেশিকা কার্যকর করা হচ্ছে।













































































































































