বিগত কয়েক দিন করোনা(Corona) নিয়ে চিন্তা খানিকটা কমে ছিল। সংক্রমণ থেকে শুরু করে মৃত্যুর হার(Death rate) সবকিছুতেই মিলেছিল স্বস্তি। কিন্তু ফের উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড (Covid 19)আক্রান্ত হলেন ৪১৯৪ জন।
ধারাবাহিকভাবে দেশের করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছিল গত কয়েকদিন ধরে। কিন্তু হঠাৎ করেই স্বস্তি উধাও। দেশের কোভিড গ্রাফ (Covid Graph)উর্ধ্বমুখী। একদিনে মহামারী সংক্রমণ ও মৃত্যুর হার দুইই বাড়ল লাফিয়ে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের মেডিক্যাল বুলেটিন বলছে আর একদিনে করোনা ভাইরাসে(corona virus) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫৫ জনের। অথচ বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ১০৮। এই ঊর্ধ্বমুখী মৃত্যুহারে নিঃসন্দেহে উদ্বেগ বাড়ছে আমজনতার।
অফিস টাইমে হাওড়া-তারকেশ্বর শাখার নসিবপুর স্টেশনে ট্রেন অবরোধ, ভোগান্তিতে নিত্যযাত্রীরা
চলতি সপ্তাহেই সাড়ে ৩ হাজারের ঘরে নেমেছিল দৈনিক করোনা সংক্রমণ। তবে গত ৪৮ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী। পাশাপশি চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। করোনায় একদিনে এতজনের মৃত্যু সাম্প্রতিককালে হয়নি বলেই মত বিশেষজ্ঞ মহলের। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬২০৮ জন। মোট সুস্থতার সংখ্যা ৪ কোটি ২৪ লক্ষ ২৬ হাজার ৩২৮।