এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনার দাপট কিছুটা স্তিমিত হয়েছে । কিন্তু তাই বলে করোনা পুরোপুরি চলে যায়নি । এই অবস্থায় করোনাকে অবহেলা করলে তা অত্যন্ত ভুল পদক্ষেপ হবে। এমনই সতর্ক বার্তা দিলেন রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস।
কারণ হিসেবে গুতেরেস মনে করিয়ে দিয়েছেন যে এখনও পর্যন্ত বিশ্বের তিন বিলিয়ন মানুষ করোনার প্রথম ডোজই পাননি। তারপর তো দ্বিতীয় ডোজ এবং তৃতীয় ডোজ। গত দু বছরে আমরা সবাই দেখে নিয়েছি যে করোনাভাইরাস কী সাংঘাতিক রকমের তান্ডব ছড়াতে পারে। একটা ভাইরাস এসে গোটা বিশ্বের অর্থনীতি এবং জীবনযাপনকে স্তব্ধ করে দিয়েছিল। এখনো যে সবকিছু একেবারে স্বাভাবিক হয়ে গেছে তা বলা যায় না। তাই ভাইরাসের দাপট এই মুহূর্তে কিছুটা কম মনে হলেও করোনা যে আবারো ভয়াল ভয়ঙ্করভাবে ফিরে আসবে না সে গ্যারান্টি কেউ দিতে পারবে না। সুতরাং করোনা বিধি প্রত্যেককেই অত্যন্ত কঠিন ভাবে মেনে চলতে হবে। কারণ করোনা অতিমারিতে এখনো পর্যন্ত ৪৪৬ মিলিয়ন মানুষ সংক্রমিত হয়েছে । মারা গেছে ৬০ লক্ষর বেশি মানুষ।













































































































































