জয়প্রকাশের পর কি লকেট? “ধাপে ধাপে” বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের

0
2

জল্পনা সত্যি করে অবশেষে তৃণমূলে যোগ দিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি এখন তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সহ-সভাপতি। রাজনৈতিক মহলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, জয়প্রকাশ মজুমদারের মতোই বেসুরো, বিক্ষুব্ধ বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) কি এবার পদ্ম ছেলে ঘাসফুল শিবির আসতে চলেছেন?

সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “গতকাল বিজেপির বিক্ষুব্ধদের একটি গোপন বৈঠক হয়েছে শুনেছি। কিন্ত ওই বৈঠকে তো আর আমি ছিলাম না, তাই বলতে পারবো না। ওটা বিজেপির বিষয়। হতে পারে ওই বৈঠকে কোনও প্রস্তাব পাস হয়েছে। যেখানে হয়তো ঠিক হয়েছে, এই বিজেপি আর করা যায় না। এই বিজেপি পচাগলা, ধান্দাবাজ, সুবিধাবাদী, তৎকালদের দখলে চলে যাওয়া বিজেপি। তাই বাংলায় দাঁড়িয়ে, বাংলার বিরুদ্ধাচারণ না করে তৃণমূলের সঙ্গে থেকেই বাংলার স্বার্থে লড়তে হবে। গোপন বৈঠক হয়তো ঠিক হয়েছে ধাপে ধাপে ওনারা এই প্রস্তাবের রূপায়ণ করবেন।”

আরও পড়ুন: মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগদান জয়প্রকাশের, পেলেন রাজ্যের সহ-সভাপতি পদ

উল্লেখ্য, গতকাল সোমবার বিক্ষুব্ধ বিজেপি নেতাদের নিয়ে গোপন বৈঠক করেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। বৈঠকে উপস্থিত ছিলেন দল থেকে সাসপেন্ডেড জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারি। ছিলেন সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কী কথা হল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ঠিক তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই জয়প্রকাশ মজুমদারের তৃণমূলে যোগদান খুব তাৎপর্যপূর্ণ।