‘যেকোনও কিছু করার ক্ষমতা রাখেন নরীরা’, নারী দিবসে শুভেচ্ছাবার্তা অভিষেকের

0
14

সমস্ত নারী এবং মহিলাদের জন্য আমি গর্বিত, যেকোনও কিছু করার ক্ষমতা রাখেন নরীরা। আন্তর্জাতিক নারী দিবসের (International Women’s Day) শুভেচ্ছাবার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন: জেল থেকে ছাড়া পেলেন মীনাক্ষি

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ”সমস্ত নারী এবং মহিলাদের জন্য আমি গর্বিত। তোমাদের সাফল্যে আমরা গর্বিত। যেকোনও কিছু করার ক্ষমতা রাখেন আপনারা। অন্যকারও বলার অপেক্ষায় থাকবেন না। পৃথিবীটাকে আরও সুন্দর করে তোলার জন্য আপনাদের ধন্যবাদ।”

 

অন্যদিকে, আন্তর্জাতিক নারী দিবসে (International Women’s Day) সাইকেল মিছিল করলেন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। ওই ব়্যালিতে অংশ নেন দেবাশিস কুমারের মেয়ে অভিনেত্রী দেবলিনা কুমারও। ত্রিধারা সম্মিলনী থেকে শুরু হয়ে গড়িয়াহাট পর্যন্ত চলে ওই সাইকেল মিছিল।