International Women’s Day 2022: ৫০০০ বিবাহিত মহিলা পরিচালিত এশিয়ার বৃহত্তম বাজার ! 

0
3

আন্তর্জাতিক নারী দিবস (International women’s day) কথাটা শুনলেই কোথাও গিয়ে যেন মনে হয় এই একটা দিনকেই কেন স্বীকৃতি? বাকি ৩৬৪ দিন কি নারীদের(women) নয়? বিতর্ক আলোচনা সবটাই আছে আর এসবের মাঝে আছে ” আপন ভাগ্য জয় করিবার” অদম্য ইচ্ছে। তাই এশিয়ার বৃহত্তম ব্যবস্থাস্থলে রয়েছে নারীর আধিপত্য। ‘ইমা কিথল’ (Ima Keithal), এশিয়ার (Asia) সবচেয়ে বড় (largest) ও অন্যতম পুরনো (oldest) বাজার।

Manipur Exit Poll: বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, মণিপুর বিধানসভার দখল নিতে চলেছে বিজেপি

উত্তর-পূর্ব ভারতের মণিপুরে(Manipur) অবস্থিত এই বাজার।  আরও বেশ কিছু নজরকাড়া বিশেষত্ব রয়েছে। এখানে শুধুমাত্র বিবাহিত মহিলাদেরই ব্যবসা করার অনুমতি আছে।রাজধানী ইম্ফলে অবস্থিত ‘ইমা কিথল’ (Ima Keithal) সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি বাজার(market) যেখানে কেবলমাত্র মহিলা ব্যবসায়ীরাই দোকান দিতে পারেন। প্রায় ৫০০ বছরের পুরনো এই বাজার কমপক্ষে ৫০০০ মহিলা দোকানদারের কর্মক্ষেত্র। ‘ইমা কিথল’ (Ima Keithal) বা ‘ইমা মার্কেট’, কথার অর্থ ‘মায়েদের বাজার’ । অবশ্য  স্থানীয়রা এই বাজারকে ‘নুপি কিথল’ বলেই ডাকে। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে ষোড়শ শতকে হাতে গোনা কয়েকটি মহিলা চালিত স্টল দিয়ে এই বাজারের পথ চলা শুরু ।সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে বিক্রেতার সংখ্যা।এই বাজারটি মহিলা সঙ্ঘ দ্বারা পরিচালনা করা হয়।বিবাহিত মহিলারা পরিচালন সমিতির থেকে টাকা ঋণ নিয়ে জিনিস কিনে ব্যবসা শুরু করে। এরপর ধীরে ধীরে সেই ঋণ শোধ করে দেয় বলেই জানা যায়।

Exit Poll: উত্তরপ্রদেশের ফের যোগীরাজের ইঙ্গিত, যদিও কাঁটায় টক্কর সপার

নিত্য প্রয়োজনীয় ছোটখাটো জিনিস থেকে শুরু করে টেক্সটাইল, হস্তশিল্প এমনকি হেঁশেল সামলানোর যাবতীয় জিনিস মেলে এই বাজারে। ১৯৪৮ থেকে ১৯৫২ সালের মাঝামাঝি সময়ে এই বাজার বন্ধের প্রচেষ্টা হয় বলেই লোকমুখে জানা যায়। কিন্তু ‘ইমা কিথল’-এর দীর্ঘদিনের বিক্রেতারা সেই অন্যায়ের প্রতিবাদ করে রুখে দাঁড়ান। বলাবাহুল্য, ইম্ফলের বাণিজ্যিক এবং রাজ্যের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে এই বাজারের অবদান অনস্বীকার্য।