শনিবার রাতেই চলতি আইএসএলের ( Isl) শেষ ম্যাচ খেলে ফেলেছে এসসি ইস্টবেঙ্গল (Sc EastBengal)। ২০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আইএসএলের লাস্ট বয় লাল-হলুদ। দলের এই পারফরম্যান্সে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল সমর্থকেরা। এমনকি এই মুরশুম নিয়ে হতাশ লাল-হলুদ কোচ স্বয়ং নিজেই। তাই তো সাংবাদিক সম্মেলনে মারিও রিভেরার গলায় ঝড়ে পড়ল একরাশ হতাশা। মারিও বলেন,” এই মরশুমটা মনে রাখার মতো হল না।”

শেষ ম্যাচে বেঙ্গালুরুর কাছে হারের পর রিভেরা মেনে নিয়েছেন, তাঁর দল ভাল খেলতে পারেনি। তিনি বলেন,”যে দল বক্সে ভাল খেলতে পারে না তাদের জেতার সম্ভাবনা কম থাকে। কারণ বক্সে যা হয় সেটাই গুরুত্বপূর্ণ। আমরা গোল করতে পারিনি। বেঙ্গালুরু সহজেই গোল করতে পেরেছে। বেঙ্গালুরুর শক্তিশালী রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়েছে দলের ফুটবলাররা।”
আরও পড়ুন:India Team: জয় দিয়ে আইসিসি মহিলা বিশ্বকাপের অভিযান শুরু করল ভারতীয় দল












































































































































