Russia-Eucraine War : যুদ্ধের জের, বিয়ের মাসেই চড়চড়িয়ে বাড়ছে সোনা-রুপোর দাম

0
2

বাংলায় এখন বিয়ের ভরা মরশুম চলছে। আর তারই মধ্যে চড়চড়িয়ে বাড়ছে সোনা- রুপোর দাম । স্বাভাবিকভাবেই নাগালের বাইরে চলে যাচ্ছে গহনার দামও। ফলে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তর। শনিবার এক ধাক্কায় ৮০০ টাকার বেশি উঠে জিএসটি ছাড়াই ১০ গ্রাম পাকা সোনার দাম হয়েছে ৫৩,১০০ টাকা। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। ১২০০ টাকা বেড়ে গিয়ে ১ কেজি রুপোর বারের দাম হয়েছে ৭১,০০০ টাকা ।

কিন্তু কেন বাড়ছে এতটা দাম? বিশেষজ্ঞদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবেই এরকম লাগামহীনভাবে দাম বাড়ছে সোনা রুপোর । কারণ সোনার অন্যতম উৎপাদনকারী দেশ রাশিয়া। আর লাগাতার যুদ্ধের জেরে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে শেয়ারবাজারে । ফলে লগ্নিকারীরা অধিকাংশই এই সময়টায় সোনায় বিনিয়োগ করছেন। ফলের দাম বাড়ছে সোনার। আর সোনার দাম বাড়তে থাকায় পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। এরই প্রত্যক্ষ প্রভাব পড়েছে ভারত তথা বাংলার বাজারে।