বেনজির গোলমাল। আইএমএ কলকাতা (Kolakata) শাখার সভাপতি পদের নির্বাচন ঘিরে উত্তেজনা। শনিবার, সকাল ১১টা থেকে তালতলায় IMA-র অফিসে ভোটদান শুরু হয়। সভাপতি পদের জন্য লড়ছেন চিকিৎসক-বিধায়ক নির্মল মাজি (Nirmal Maji) ও ডা প্রশান্ত ভট্টাচার্য। কিন্তু সেই নির্বাচনে গোলমালের ঘটনায় উত্তেজনা ছড়াল তালতলা অঞ্চলে।
গত তিনবার সভাপতি ডা: নির্মল মাজি। এবার তাঁর বিরুদ্ধে প্রার্থী প্রশান্ত ভট্টাচার্য (Prashanta Bhattacharya)। নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছিল। চিকিৎসক-বিধায়ক ডা: সুদীপ্ত রায়ের অভিযোগ, “হঠাৎই সাংসদ-চিকিৎসক শান্তনু সেন ভোট দিতে গিয়ে গোলমাল বাধান। ভুয়ো ডোটার ধরা পড়েছে বলে ভোটকেন্দ্রেই চিৎকার করেন তিনি। এমনকী, বাধা দিতে গেলে আমাকে ধাক্কা মারেন। পরে পুলিশ এসে আমাকে সরিয়ে নিয়ে যায়।” ডা সুদীপ্ত রায় (Sudipto Ray) বলেন, নির্মল মাজি দীর্ঘদিনের আইএমএ কলকাতার সভাপতি। তাঁর বিরুদ্ধে যে কেউ প্রার্থী হতেই পারেন। কিন্তু সেই বিষয় নিয়ে এই ধরনের গোলমাল কখনোই অভিপ্রেত নয়।
এই বিষয়টি নিয়ে কড়া অবস্থান তৃণমূলের। দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তৃণমূলের কেউ যদি কোনও আপত্তিকর কাজ করে থাকেন, তাহলে, দল সেই কাজ অনুমোদন করছে না।
আরও পড়ুন- সুমিতে আটক পড়ুয়াদের নিয়ে উদ্বিগ্ন সরকার, সেফ করিডোরের জন্য আলোচনা জারি: বিদেশমন্ত্রক