ছড়িয়ে পড়ছে নেশার জাল, ভিন রাজ্য থেকে বাংলায় পাচার হচ্ছে বিপুল পরিমানে গাঁজা (Weed),অবশেষে এনসিবির (NCB)সব পরিকল্পনা ভেস্তে গেল পাচারকারীদের। হাওড়া(Howrah) থেকে উদ্ধার হল বিপুল গাঁজা। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করল তারা।

গত জানুয়ারি মাসে মণিপুর থেকে আসা প্রায় ৮২৪ কেজি গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছিল। ফের সাফল্য, এবার প্রায় ৪০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হল। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো(Narcotics Control bureau)সূত্রে খবর, ওড়িশার (odissa)কটক থেকে বর্ধমানের উদ্দ্যেশ্যে পাঠানো হচ্ছিল এই বিপুল পরিমান গাঁজা (Weed)। বাজেয়াপ্ত হওয়া গাঁজার আনুমানিক বাজার মুল্য প্রায় ৪৮ লক্ষ টাকা। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। ধৃতরা হলেন পবিত্র নায়েক (ওড়িশা), সৌম্যরঞ্জন নায়েক (ওড়িশা), মহম্মদ রফিজউদ্দিন ইসলাম (মুর্শিদাবাদ), মহম্মদ সফিকুল আলম (বর্ধমান), মন্টু পাল (বাংলা)। ধৃত নিমাই ঘোষ পাচারকারীদের সহায়ক।

এনসিবি সূত্রে খবর, ভিন রাজ্য থেকে বাংলায় মাদক দ্রব্য আসছে এই খবর তাঁদের কাছে ছিল। সেইমত নজরদারি চালানো হয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে এই সাফল্য বলে মনে করা হচ্ছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) দাবি এই গ্রেফতারি কার্যত আন্তঃরাজ্য পাচার চক্রের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে।









































































































































