UEFA: ইউক্রেনের শিশুদের সাহায্য করতে এগিয়ে এল উয়েফা

0
4

ইউক্রেনের ( Ukraine) শিশুদের সাহায্য করতে এগিয়ে এল উয়েফা (UEFA)। রাশিয়ার ( Russia) আক্রমণে বিপর্যস্ত গোটা ইউক্রেন। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। আর তাই ইউক্রেনের শিশুদের সাহায্য করতে এগিয়ে এল উয়েফা। তাদের কল্যাণার্থে প্রায় সাড়ে আট কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে উয়েফার তরফ থেকে। মঙ্গলবার সংস্থার সভাপতি আলেকজেন্ডার সেফেরিন এই ঘোষণা করেছেন।

এদিন উয়েফার তরফ থেকে বলা হয়েছে,” যে সব সংস্থা ইউক্রেনের শিশুদের খেয়াল রাখা এবং নিজেদের হেফাজতে রাখার দায়িত্বে রয়েছে, তাদেরকে সাহায্য করা হবে উয়েফার তরফ থেকে। স্থানীয় সংস্থাগুলিও অর্থ পাবে। উয়েফা ফাউন্ডেশনের তরফে এই অর্থ প্রদান করা হচ্ছে। শুধু ইউক্রেনের শিশুরাই নয়, অন্যান্য দেশের যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, তাদের সাহায্যের জন্যেও এই অর্থ খরচ করা যাবে।”

আরও পড়ুন:Russia-Ukraine: এবার বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার নিষেধাজ্ঞা পুতিনের দেশকে