হাওড়ার সাঁকরাইলে তুলোর গুদামে বিধ্বংসী আগুন (Fire)। সোমবার, বিকেল ৩টে ৪৫ নাগাদ সাঁকরাইলে ৬ নম্বর জাতীয় সড়কের পাশে জালান কমপ্লেক্সে তুলোর গুদামে (Cotton Godown) আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে দমকল। তবে, কারখানায় প্রচুর দাহ্য বস্তু থাকায় ক্রমশই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি কয়েকটি কারখানাতে। ইতিমধ্যেই পুড়ে ছাই কাপড়ের দু’টি গোডাউন। আগুন নিয়ন্ত্রণে আনতে ক্রেন নিয়ে গিয়ে ভাঙা হয়েছে কারখানার দেওয়াল। আগুনে হতাহতের কোনও খবর এখনও পাওয়া না গেলেও, কারখানার ভিতরে কোনও শ্রমিক আটকে আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।


আগুন এখনও সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আসেনি। এলাকায় পৌঁছেছে সাঁকরাইল থানার পুলিশ বাহিনী। পাশাপাশি কারখানাগুলিকে ফাঁকা করছে পুলিশ।


শর্টসার্কিটের জেরে এই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে অনুমান দমকলের। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। গোডাউনের ভিতর অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকমতো ছিল কি না তাও খতিয়ে দেখা হবে বলে দমকল সূত্রে খবর।
আরও পড়ুন- রাজ্যপালের মুখে বিরোধীদের কথা! কমিশনারকে ডেকে পুনর্নির্বাচনের দাবি ধনকড়ের

































































































































