যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন নিয়ে উদ্বেগ: মোদিকে চিঠি মমতার, সর্বদল বৈঠক ডাকার আর্জি

0
2

ইউক্রেনে আটকে পড়েছেন বহু পড়ুয়া। তাঁদের দেশে ফিরিয়ে আনান জন্য ব্যবস্থা নিতে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী।

 

 

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (Ukraine) আটকে পড়েছেন বহু ভারতীয় পড়ুয়া। তার মধ্যে অনেকেই রয়েছেন এ রাজ্যের বাসিন্দা। তাঁদের ফিরিয়ে আনার বিষয়ে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এবার এ বিষয়ে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আর্জি জানিয়ে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী লেখেন, দলমতের উর্ধ্বে উঠে এই পরিস্থিতিতে কেন্দ্রের পাশে রয়েছেন তিনি। সেখানকার যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলা। অনেক পড়ুয়া সেদেশে আটকে পড়েছেন। তাঁদের ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত ব্যবস্থা করা হোক বলে আর্জি জানান মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি তিনি বুঝতে পারছেন বলে উল্লেখ করেন মমতা। বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীকে সর্বদল বৈঠক ডাকার আর্জি জানান বাংলার মুখ্যমন্ত্রী।