গড় বাঁচাতে রবিবার পৌরসভা ভোটের(Municipal Election) দিন গোটা বহরমপুর শহর চষে বেড়াচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir ranjan Chowdhuri)। এবং যেখানেই গিয়েছেন, বিক্ষোভ সঙ্গী হয়েছে তাঁর। খাগড়ার ৭ নম্বর ওয়ার্ডে ভোট দিতে এলে তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। তাঁর গাড়ি আটকে তুমুল স্লোগান দিতে থাকেন তৃণমূল(TMC) কর্মী-সমর্থকরা।অধীরের গাড়ি আটকে রাস্তায় বসে যান তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়।


তৃণমূলের দাবি, অধীর চৌধুরী বহরমপুরে আসা থেকেই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছেন। তৃণমূল কর্মীদের হুমকি দিচ্ছেন। আর নিশ্চিত পরাজয় বুঝে ভোটের দিন সকাল থেকে বহরমপুরের বিভিন্ন জায়গায় মানুষের গণতান্ত্রিক অধিকার লুটের চেষ্টা করছেন। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী তৃণমূল সমর্থক ও ভোটারদের ভয় দেখাচ্ছেন। বুথে বুথে ঢুকে তৃণমূলের এজেন্টদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে অধীরের বিরুদ্ধে। তারই প্রতিবাদে প্রদেশ কংগ্রেস সভাপতিকে বিক্ষোভ দেখানো হয়েছে বলে দাবি তৃণমূলের। বেশ কিছুক্ষণ আটকে থাকার পর পুলিশের হস্তক্ষেপে অবশেষে ঘোরাওমুক্ত হন অধীর চৌধুরী।











































































































































