রাশিয়া- ইউক্রেন সেনার প্রবল লড়াই খারকিভ, কিভে, গ্যাসের পাইপলাইন ওড়াল পুতিন-সেনা

0
2

রাশিয়া এবং ইউক্রেন (Russia-Ukraine War) সেনার প্রবল লড়াই চলছে খারকিভ (Kharkiv) এবং ইউক্রেনের রাজধানী কিভে (Kyiv)। পুতিনের (Russia President Vladimir Putin) সেনা একের পর এক রকেট হামলা চালিয়ে খারকিভে গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কিভে তেল ভান্ডারেও বিস্ফোরণ ঘটানো হয়েছে।

গতকাল, শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাকরঁ, তুরক্সের প্রেসিডেন্ট এর্দোয়ান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে। ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁদের কাছে সহযোগিতার আর্জি জানিয়েছেন। বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে ফোন করে সে দেশ থেকে রাশিয়ার সেনা সরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন। ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) তাঁর দেশের স্টেট ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন, শীঘ্রই ইউক্রেনে অস্ত্র পাঠানোর। আমেরিকা ছাড়া জার্মানি এবং ফ্রান্সও অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করা শুরু করেছে ইউক্রেনে।

আরও পড়ুন-রাশিয়া- ইউক্রেন যুদ্ধ: দ্বিতীয় উদ্ধারকারী বিমানে ভারতে ফিরলেন আরও ২৫০ জন

ইতিমধ্যেই রাশিয়াকে আর্থিক দিক থেকে পঙ্গু করার কাজ শুরু করেছে পশ্চিমের দেশ আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন। রাশিয়ার ব্যাঙ্কগুলিকে আন্তর্জাতিক লেনদেন থেকে বিচ্ছিন্ন করার প্রস্তুতি চলছে।