সেনা অভ্যুত্থানের আহ্বান পুটিনের, দূতাবাসেই মিলছে না সাহায্য, অভিযোগ ভারতীয়দের

0
2

কিয়েভ ও খারকি দখল করে কী বললেন পুটিন? সব প্রতিবেশী দেশের অনুরোধ উপেক্ষা করে পুটিন বললেন, পদত্যাগ করুক সরকার। সেনাবাহিনী অভ্যুত্থান করুক। আমাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হামলা চলবে। এরই মাঝে ইউক্রেন নিয়ে রাষ্ট্রসঙ্ঘে ভোটাভুটির সিদ্ধান্ত। নিন্দা প্রস্তাব নিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। ভারত ও চিন ভোট দেয়নি। কিন্তু অধিকাংশ দেশই রাশিয়ার ভূমিকায় ক্ষুব্ধ। আমেরিকা জানিয়েছে, তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে না। তবে সবরকমের সাহায্য করবে। ব্রিটেনও পালটা অবরোধের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সকালে সব রীতিনীতি ভেঙে একটি বহুতলে হামলা চালিয়েছে রাশিয়া।

পড়ুয়া বা চাকরিজীবীদের অভিযোগ, ভারতীয় দূতাবাস থেকে অধিকাংশ জায়গায় সাহায্য মিলছে না। খাবার নেই। জল নেই। কীভাবে দেশে ফিরবেন তার কোনপ নিশ্চয়তা দিতে পারছে না।

রাশিয়ার মিসাইল হামলা আর বোমা বিস্ফোরণের পাশাপাশি ইউক্রেনও পালটা হামলা চালিয়েছে। প্রায় সাড়ে চার হাজার রুশ সেনাকে খতম করেছে। বেশ কিছু যুদ্ধবিমান আর হেলিকপ্টার নামিয়েছে। বাড়ি ছেড়ে কিয়েভের মানুষ মেট্রো স্টেশনে আশ্রয় নিচ্ছেন। সারাদিন ধরে মুহূর্মুহু আক্রমণ।

আরও পড়ুন:চলছে যুদ্ধ, কী বললেন ইউক্রেনে ভারতীয় রাষ্ট্রদূত?