চলছে যুদ্ধ, কী বললেন ইউক্রেনে ভারতীয় রাষ্ট্রদূত?

0
2

কীভাবে ইউক্রেন থেকে ফিরবে পড়ুয়া সহ ভারতীয় নাগরিকরা? ইউক্রেনে ভারতীয় রাষ্ট্রদূত পার্থ শতপথি জানাচ্ছেন, সরকারের উপর ভরসা রাখুন। সরকার সবরকমের চেষ্টা করছে। আজ, শনিবার দিল্লিতে কেন্দ্রীয় সরকার এ নিয়ে বৈঠকও করছে। সরকার চেষ্টা চালাচ্ছে রোমানিয়া আর হাঙ্গেরি দিয়ে ভারতীয়দের ফেরাতে। কিন্তু ইউক্রেন পেরিয়ে সেখানে ভারতীয়রা কীভাবে পৌঁছবে? সেটাই এখন ভারতীয় দূতাবাসের কাছে বড় চ্যালেঞ্জ।

বেশিরভাগ পড়ুয়া আশ্রয় নিয়েছে মেট্রো স্টেশন আর দাঁড়িয়ে থাকা ট্রেনে। খাবার শেষ হয়ে আসছে। কেউ কেউ পুরনো বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। কিন্তু সোভিয়েত আমলের এইসব বাঙ্কার এতই পুরনো যে জলের পর্যন্ত ব্যবস্থা নেই। আতঙ্ক আছে, ভয় আছে। তবে রাশিয়া যেভাবে এলোপাথাড়ি আক্রমণ চালাচ্ছে, তাতে যেকোনও সময়ে বড় ঘটনা ঘটে যেতে পারে। সেই কারণে ভারতীয়দের খাবার পৌঁছে দেওয়াই আপাতত ভারতীয় দূতাবাসের প্রাথমিক কাজ।

আরও পড়ুন:ইউক্রেনে আটকে থাকাদের জন্য কন্ট্রোল রুম খুলতেই নবান্নে একের পর এক ফোন