Weather Forecast:পূর্বাভাস মতো জেলায় জেলায় শুরু বৃষ্টি

0
2

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো শুক্রবার সকাল থেকেই শুরু হল বৃষ্টি। আজ সকাল থেকেই তিলোত্তমার আকাশের মুখভার। ছিল না ঘন কুয়াশার চাদরও।এদিন সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

আরও পড়ুন: Anis Case:আনিস রহস্য মৃত্যু!বিচারকের সামনে আজ অভিযুক্তদের টি আই প্যারেড
ফাগুনের শুরুতে এই বৃষ্টির ভ্রুকুটির জন্য মধ্য ভারত থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাকেই দায়ী করছেন আবহবিদেরা।সকাল থেকেই শহরের বেশ কিছু জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। আবহবিদদের বক্তব্য, অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। তা ঘনীভূত হয়ে তৈরি করতে পারে বজ্রগর্ভ মেঘ। তা থেকেই বৃষ্টি হতে পারে।


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং মালদহ, দুই দিনাজপুরে। দক্ষিণবঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, পুরুলিয়াতেও বৃষ্টি হতে পারে। কাল, শনিবার এবং তার পরের দিন, রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে বাঁকুড়া, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনাতেও।