মাঝনদীতে তলিয়ে গেল যাত্রী বোঝাই একটি নৌকা। প্রবল ঝড়ে ভারসাম্য বজায় রাখতে না পেরে আচমকাই নদীতে তলিয়ে যায় নৌকাটি। যার জেরে নিখোঁজ বেশ কয়েক জন যাত্রী। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের জামতাড়ায় বরাকর নদীতে।

আরও পড়ুন:আনিস হত্যাকাণ্ড: ছুটিতে পাঠানো হল আমতা থানার ওসিকে, শুরু বিভাগীয় তদন্ত
জামতাড়ায় বৃহস্পতিবার বিকেলে বরাকর নদী পেরোচ্ছিল একটি নৌকা। তাতে ২০-২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। নৌকা যখন মাঝনদীতে তখন আচমকা ঝড় শুরু হয়। সেই সময় ভারসাম্য হারিয়ে নৌকাটি নদীতে তলিয়ে যায়। কয়েক জন যাত্রী সাঁতরে পারে উঠে আসতে পারেন। তবে প্রশাসন সূত্রে খবর, ১৬ জন যাত্রীর খোঁজ মিলছে না।
দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে যান প্রশাসনিক আধিকারিক। শুরু হয় উদ্ধারকাজ।

































































































































