শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে প্রথম টি-২০ ( T-20) ম্যাচে জয় পেল টিম ইন্ডিয়া (India Team)। এদিন লখনউতে লঙ্কানদের ৬২ রানে হারাল রোহিত শর্মার ( Rohit Sharma) দল। ৮৯ রান করে ম্যাচের সেরা ইশান কিষান। সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপট অব্যাহত ভারতের। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় পেল ভারতীয় দল। ম্যাচে এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে রোহিতরা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে দুই উইকেট হারিয়ে ১৯৯ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ব্যাটিং ইশান কিষান, শ্রেয়স আইয়র এবং রোহিত শর্মা। ৮৯ রান করেন ইশান। ৫৭ রানে অপরাজিত শ্রেয়স। ৪৪ রান অধিনায়ক রোহিত শর্মার। ম্যাচে এদিন ৪৪ রান করতেই অনন্য নজির গড়েন হিটম্যান। টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি। এক্ষেত্রে পিছনে ফেলে দিলেন ভারতের বিরাট কোহলি এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিলকে। এদিকে লঙ্কানদের হয়ে একটি করে উইকেট নেন লাহিরু কুমারা এবং শানাকা।

জবাবে ব্যাট করতে নেমে ১৩৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। লঙ্কানদের হয়ে লড়াই চালান আসালাঙ্কা। ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। চামেরা করেন ২৪ রান। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং ভেঙ্কটেশ আইয়র। একটি করে উইকেট নেন যুজবেন্দ্র চ্যাহেল এবং রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন:Atk Mohunbagan: পিছিয়ে থেকেও ওড়িশা এফসির সঙ্গে ১-১ গোলে ড্র বাগানের










































































































































