পিছিয়ে থেকেও ওড়িশা এফসির ( Odisha Fc) সঙ্গে ১-১ গোলে ড্র করল এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন জনি কাউকো। এই ড্র এর ফলে ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিন নম্বরেই থেকে গেল সবুজ-মেরুন ব্রিগেড।

ম্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। যার ফলে ম্যাচের ৫ মিনিটের গোল করে ওড়িশাকে এগিয়ে দেন তাল্যাং। কিন্তু তার কয়েক মিনিটের মাথায় গোলশোধ করে বাগান ব্রিগেড। পেনাল্টি থেকে সেই গোল শোধ করেন বাগানের জনি কাউকো। এরপরই ২৪ মিনিটের মাথায় পেনাল্টি পেয়েছিল ওড়িশা। কিন্তু জাভি হার্নান্ডেজের মারা সেই পেনাল্টি আটকে দেন মোহন-রক্ষক অমরিন্দর সিং। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ১-১। এরপর দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণের লড়াই। ৫৫ মিনিটের মাথায় কার্ল ম্যাকহিউয়ের বদলে মাঠে নামে রয় কৃষ্ণা। ৯৪ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রয় কৃষ্ণা। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি দু’দল।
আরও পড়ুন:Ipl: ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল : সূত্র











































































































































