Crocodile: মাছ ধরার জালে ওটা কী! ভয়ে হাড় হিম মৎস্যজীবীর

0
2

নন্দীগ্রামে ভারী জাল টানতে গিয়ে বেশ খুশি ছিলেন মৎস্যজীবী। ভেবেছিলেন বড় মাছ ধরা পড়েছে। কিন্তু জাল তুলতেই চক্ষু চড়কগাছ। মাছের বদলে মৎস্যজীবীর জালে ধরা পড়ল কুমির (Crocodile)। মূর্তিমান বিপত্তিকে দেখতে ভিড় জমান অনেকে। খবর যায় বনদফতরে। তারা কুমিরটিকে উদ্ধার করে।

প্রতিদিনের মতো বৃহস্পতিবারও নদীতে জাল ফেলেন নন্দীগ্রামের (Nadigram) সোনাচূড়ার বাসিন্দা বিশ্বদীপ ধীবর। তবে জাল নদী থেকে পাড়ে টেনে তোলার পরই মৎস্যজীবীর (Fisherman) চক্ষু ছানাবড়া। দেখেন জালে ধরা পড়েছে একটি কুমির।

আরও পড়ুন:টাইপের বিভ্রাটে দুপুর হয়েছে রাত, বুঝে নেওয়া যেত: রাজ্যপালকে ফোন মুখ্যমন্ত্রীর

বিশ্বদীপ জানান, প্রথমে কিছুটা আতঙ্কিতই হয়ে পড়েন তিনি। কুমিরটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা। তিনি তড়িঘড়ি বাড়ির সামনে নিয়ে যান কুমিরটিকে। খবর যায় বনদফতরে। বনকর্মীরা পৌঁছন ঘটনাস্থলে। কুমিরটিকে উদ্ধার করা হয়।

বনকর্মী বলেন, হুগলি নদীতে কুমির থাকে না। কীভাবে তা মৎস্যজীবীর জালে ধরা পড়ল, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। শারীরিক পরীক্ষার পরে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে কুমিরটিকে।